সার্জেন্ট (অব:) আতাউর রহমান
ধুলাবালি ধোঁয়াতে মাস্ক পরি
বায়ুবাহিত রোগ প্রতিরোধ করি ।।
শীতে স্বস্তি দিবে মাস্ক
কমে যাবে সর্দি কাশ ।।
সাইনাস অ্যাজমা অ্যালার্জি হলে
স্বস্তি পাবেন মাস্ক পরিলে ।।
হেঁটে রিকসা কিংবা বাসে
স্বাস্থ্য নিরাপত্তা দিবে মাস্কে ।।
দুর্গন্ধ আর পোলেন গ্রেইনে
থাকবো না আর মাস্ক বিহনে ।।
কার্পেটে মাইট থাকলে ঘরে
ঝাড়ু দিবেন মাস্ক পরে ।।
ঘর ঝাড়ু আর ঝুল মারিতে
তখন হবে মাস্ক পরিতে ।।
ধুলাবালি আর ক্ষুদ্র কণা
মাস্ক পরিলে ফুসফুসে যাবে না ।।
সতেজ ফুসফুস যদি চান
নাকেমুখে মাস্ক লাগান ।।
Weekly Somoyer Songbad ; published 13.03.2016
সুন্দর লেখা মাস্ক সংক্রান্ত।